বিশ্বনাথে ২১ বছর পর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল ডাকাত গ্রেপ্তার

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ সাজার ২১ বছর পর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাই ডাকাতকে গ্রেপ্তার করেছেন। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তীর নির্দেশনায় থানার এসআই রুমেন আহমদ, শেখ আলী আজহার ও এএসআই আবু ছালেহ মুছার নেতৃত্বে একদল পুলিশ সোমবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ‘বৈরাগী বাজার-জমশেরপুর’ ব্রীজের উপর থেকে আশরাফুল ডাকাতকে গ্রেপ্তার করে। সে রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ডাকাত আশরাফুল হককে সিলেট মেট্টোপলিটনের দক্ষিণ সুরমা থানাধীন তেতলী গ্রামের ‘জিলু মিয়া’কে ডাকাতিকালে নৃশংসভাবে হত্যার অভিযোগে দক্ষিণ সুরমা থানার মামলা নং ৮ (তাং-২৯/১১/২০০২ইং), জিআর ১৫১/২০০২ইং, দায়রা ২৮৪৭/১৩, ধারা ৩৫৬/৩৯৪/৩০২/৪১২/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডে দন্ডিত করেন।

দন্ডপ্রাপ্ত আসামী আশরাফুল হক’সহ আরো ৪ ডাকাত মিলে ২০০২ সালে ডাকাতিকালে ভিকটিম জিলু মিয়াকে নৃশংসভাবে হত্যা করে ছিলেন। উক্ত ঘটনায় দক্ষিণ সুরমা থানার ঝাঝড় গ্রামের ইরফান আলীর পুত্র মোহাম্মদ চেরাগ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করে ছিলেন। বিজ্ঞ আদালতে বিচার কাজ শেষে ডাকাত আশরাফুলকে মৃত্যুদন্ড প্রদান করেন।

মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আশরাফুল হক ওরফে আশরাফ ওরফে আশাই ডাকাতকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃত আশরাফুল হককে বিজ্ঞ আদালতে সপোর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *