স্টাফ রিপোর্টার;
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে ‘৩য় খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপ’র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ‘তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব’ ১০১ রানের বিশাল ব্যবধানে ‘সুপার স্টার ক্রিকেট ক্লাব’কে হারিয়ে ফেডারেশন কাপের শুভ সূচনা করেছে।
খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের সভাপতি ফারহান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাাস্টের ট্রাস্টি ও লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক মুমিন খান মুন্না।
প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সিলেটের গ্রীন বাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমদ মুরাদ, সদস্য বিপ্লব কুমার এষ্।
উদ্বোধকের বক্তব্য রাখেন খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র প্রবাসী জাকির আহমদ, দুলাল আহমদ, আলী আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমেদ শাহেদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য রাজা মিয়া, বাতিঘর’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ব্যবসায়ী ছবর আলী, সংগঠক মিজানুর রহমান, ছাত্রনেতা আব্দুল বাছিত প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।
শেয়ার করুন