স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘৩য় বিএফসি প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে পৌরসভার কারিকোনা গ্রামের পূর্বের মাঠে উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন।
উদ্বোধনী খেলায় ‘ব্যাটারী গল্লি ফুটবল একাদ্বশ (ছাতক) ২-০ গোলের ব্যবধানে যাদুরগুল ফুটবল একাডেমী (ফেঞ্চুগঞ্জ)’কে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ‘ব্যাটারী গল্লি ফুটবল একাদ্বশ (ছাতক)’র আমেরিকা প্রবাসী খেলোয়াড় জাকের রহমান।
বিএফসি স্পোটিং ক্লাবের উদ্যোগে ও পূর্ব কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় আয়োজিত টুর্ণামেন্টে এবার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও রানার্স-আপ দল নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা।
টুর্ণামেন্টের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তিনি বলেন, নিজেদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে বিএফসি স্পোটিং ক্লাবের কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। আজকের দর্শক উপস্থিতি এরই বড় প্রমাণ। অতিথের মতো আগামীতেও আমরা বিএফসির সকল আয়োজনে তাদের পাশে থেকে কাজ করে যাব। এলাকার খেলাধুলার উন্নয়নের মাধ্যমে অপরাধ প্রবনতাকে যাদুঘরে পাঠাতে প্রবাসী ও বিত্তবানদেরকে আরোও এগিয়ে আসতে হবে।
বিএফসি স্পোটিং ক্লাবের সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্যের কিটলি সিটির কাউন্সিলর নেছার আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, কার্যনির্বাহী সদস্য শেখ মবশ্বির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিএফসি স্পোটিং ক্লাবের উপদেস্টা মন্ডলীর সদস্য শাহ রুকন।
বক্তব্য রাখেন বিএফসি স্পোটিং ক্লাবের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদ ও পর্তুগাল প্রবাসী রুমেল তালুকদার।