বিশ্বনাথে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করলেন লুনা

সিলেট

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ৫ আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। স্বৈরাচার যে অন্যায়-অপকর্ম করেছে, তা ক্ষমার যোগ্য নয়। তারা যে পরিমাণ টাকা লুটপাট করেছিল, তা দেশের উন্নয়নের কাজে লাগালে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যেতো। এখন সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটি অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন। আর জনগনের ভোটের মাধ্যমে নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তবে নির্বাচনে বিএনপিকে বিজয়ী করলে হলে নিজেদের ভেতরে থাকা সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদেরকে।

শুক্রবার (৩ জানুয়ারী) সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ওমানের সালালাহ বিএনপির সভাপতি দুলাল মিয়ার অর্থায়নে ইউনিয়ন পরিষদ মাঠে এলাকার ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি খালেদ মিয়া।
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শহিদ ও দপ্তর সম্পাদক শিহাব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, প্রবাসী বিএনপি নেতা তোফাজ্জল হক। বক্তব্য রাখেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আবু সাঈদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *