বিশ্বনাথে ৭০ জন অসচ্ছল ব্যক্তিকে মাসিক ভাতা দিয়ে যাচ্ছেন প্রবাসী কালাম

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে দীর্ঘ প্রায় ৫ বছর ধরে ৭০ জন অসহায়-গরীব ও অসচ্ছল নারী-পুরুষদেরকে নিয়মিত মাসিক ভাতা দিয়ে যাচ্ছেন বিশ্বনাথ পৌর এলাকার কৃপাখালী গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম। পৌর এলাকার ১নং ওয়ার্ডের ৭০ জন অসহায়-গরীব ও অসচ্ছল নারী-পুরুষদের প্রতি মাসে ৩০০ টাকা হারে প্রতি তিন মাস অন্তর অন্তর ভাতাপ্রাপ্তদের হাতে ভাতার টাকা ৯০০ টাকা ও ভাড়াসহ মোট ১ হাজার টাকা এবং খাবার প্যাকেট তুলে দেন।
পিতা হাজী রইছ আলী, মাতা মোছা. আমিরুন বিবি ও বড় ভাই হাজী আব্দুর রহিম স্মরণে ওই উদ্যোগ গ্রহণ করেন প্রবাসী আব্দুল কালাম। নিয়মিত ভাতা বিতরণের জন্য তিনি স্থানীয় গণ্যমান্য ও সংগঠকদের নিয়ে গরীব-অসহায় কল্যাণ ফান্ড নামের একটি সংগঠনও করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ভাতাপ্রাপ্তদেরকে নিয়মিত ভাতার টাকা পৌঁছে দিবেন বলেও প্রতিশ্রুতি দেন এ প্রবাসী।

শুক্রবার (৩ জানুয়ারী) বিকেল ৩টার দিকে প্রবাসীর নিজ বাড়িতে গরীব-অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কালামের সভাপতিত্বে ও সদস্য আব্দুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত ভাতা বিতরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুছ, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বাবরুল হোসেন বাবুল, যুক্তরাষ্ট্র প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মনির আহমদ, সাবেক ছাত্র নেতা প্রবাসী আব্দুল বাছিত বকুল, অলংকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, কল্যাণ ফান্ডের উপদেষ্ঠা সমছু মিয়া লালা, সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক রাজুক মিয়া রাজ্জাক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *