স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মো. জয়নাল আবেদীনকে আহবায়ক করে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি পূর্ণবহাল করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি, সিলেট জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপির নির্দেশক্রমে ২১ জুন ২২ সালের সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি পূর্ণবহাল রেখে কমিটি অনুমোদন প্রদান করেন।
উক্ত কমিটির তৎকালীন জেলা জাতীয় পার্টির আহবায়ক মরহুম আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য মোহাম্মদ সাইফুউদ্দিন খালেদ সাক্ষরিত ১০৭ সদস্য বিশিষ্ঠ বিশ্বনাথ উপজেলা আহবায়ক কমিটিকে পূর্ণবহাল রাখা হয়।
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি পূর্ণবহাল রেখে অনুমোদন করেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্ঠা সিলেট জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা, সিলেট জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ সাইফুউদ্দিন খালেদ।