বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রধান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১ জানুয়ারী ) এ শীতবস্ত্র উপহার প্রধান করা হয়।
শীত বস্ত্র উপহার প্রধানে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিক তিনি বলেন, শীতের তীব্রতায় গোটা দেশের মানুষ দুস্থ জীবন যাপন করছে। অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এর মধ্যে শীতের তীব্রতা তাদের জন্য মরার উপর খাড়ার ঘা’র মতো। এ অবস্থায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কল্যাণে সরকার কোন ভূমিকা পালন না করায় দেশবাসী মর্মাহত হয়েছে। তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী অসহায় শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসুন।আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি আশিক উদ্দিন সহ জামায়াত নেত্রবৃন্দ।
শেয়ার করুন