বিশ্বনাথ দক্ষিণ পাড় শ্রমিক সংগঠন ৭০৭ শাখার উপ-নির্বাচন অনুষ্টিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ দক্ষিণ পাড় শ্রমিক সংগঠন ৭০৭ শাখার ‘চেয়ারম্যান’ পদের উপ-নির্বাচন শনিবার (৯ সেপ্টেম্বর) বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সাবেক পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে (সিএনজি) প্রতিকে ১৯০ ভোটে পেয়ে ‘চেয়ারম্যান’ হিসেবে নির্বাচিত হয়েছেন এবাদুল খান। তার নিকটতম প্রতিদ্বন্ধি চান মিয়া (চেয়ার) প্রতিকে পেয়েছেন ১৩টি।

নির্বাচনে কমিশনার হিসেবে উপস্হিত ছিলেন শ্রমিক নেতা হেকিম মিয়া, তজম্মুল মিয়া, আইয়ুব আলী, সাবুল মিয়া।
ভোট গ্রহনের পর ফলাফল ঘোষণা করেন শ্রমিক সংগঠন ৭০৭ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন ৭০৭ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য আলতাব আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মোমিন মামুন, বিশ্বনাথ দক্ষিণ পাড় শ্রমিক সংগঠন ৭০৭ শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মফিজুর রহমান, শেখ নুর মিয়া, শ্রমিক নেতা আবুল মিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *