ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাসের নিজ নামীয় ফেসবুক আইডি (Joyonta Kumar Das) সোমবার (২৫ জুলাই) হ্যাক হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
আর ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগে সোমবার ২৫ জুলাই সন্ধ্যায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন জয়ন্ত কুমার দাস। ডায়েরী নং ১১৫৩ (তাং ২৫.০৭.২২ইং)।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেক করেছেন, সোমবার (২৫ জুলাই) অজ্ঞাতনামা কে বা কাহারা তার (জয়ন্ত) নিজ নামীয় (Joyonta Kumar Das) ফেসবুক আইডি হ্যাক করে এবং তার (জয়ন্ত) ছবি ও প্রোফাইল ব্যবহার করে আইডি খুলিয়া চালিয়ে আসিতেছে। অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা উক্ত আইডি দিয়ে যেকোন সময় জয়ন্ত কুমার দাসের বড় ধরণের ক্ষতি বা বিপদগ্রস্থ করিতে পারে বলেই তিনি ভবিষ্যৎ নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরীটি দায়ের করেন।
এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
শেয়ার করুন