বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদে প্রার্থীদের দৌড়ঝাপ শুরু: ভোট ২ নভেম্বর

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ পৌরসভার তফসিল ঘোষনার পর থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথম নির্বাচন হিসেবে ওই পৌরসভায় একাধিক প্রার্থীরা মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থী হিসেবে জানান দিয়ে যাচ্ছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে নির্বাচন করতে ইতিমধ্যে শীর্ষনেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও অনেক প্রবাসীরা রয়েছেন সম্ভাব্য মেয়রের তালিকায়।

নব গঠিত পৌরসভার সম্ভাব্য মেয়র প্রাথীরা হলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকদ্দুছ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য এ আর চেরাগ আলী, উপজেলা আল-ইসলাহ’র সাবেক সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান, যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিন খান মুন্না, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির মিয়া, নূরুল ইসলাম, মফজ্জুল আলী মদরিছ।

তবে সময়ের সাথে সাথে সম্ভাব্য প্রার্থীদের তালিকা আরো দীর্ঘ হতে পারে বা কমতেও পারে বলে ধারনা করা হচ্ছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাচাই ১০ অক্টোবর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ অক্টোবর, দাখিলকৃত আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ১৮ অক্টোবর শেষে ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *