বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে সিভি জমা দিলেন যারা

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে। আর পৌরসভার প্রথম নির্বাচনে নৌকার মাঝি হয়ে নগর পিতা হতে নিজেদের সিভি (জীবন বৃত্তান্ত) জমা দিয়েছেন দেশ ও বিদেশের ১০ জন আওয়ামী লীগ নেতা।

নৌকার মাঝি নির্ধারণ করতে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদে অডিটোরিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের ওই সিভি জমা দেন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে আগ্রহী আওয়ামী নেতারা।

নৌকার মাঝি হতে সিভি জমা দেওয়া নেতাদের তালিকায় আছেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবাসী আকদ্দুছ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি প্রবাসী মোহাম্মদ আলী মজনু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *