স্টাফ রিপোর্টার:
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের বৃহৎ সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবগঠিত স্থানীয় এডভাইজারি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ট্রাস্টের নবগঠিত স্থানীয় এডভাইজারি কমিটির সভাপতি সুনন্দা রায়ের সভাপতিত্বে ও ট্রাস্টের এডভাইজারি কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় সভায় আমন্তিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ-সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন, ট্রাস্টের এডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি মো. ফারুক মিয়া ও ট্রাস্টি জামাল উদ্দিন।
এসময় নবগঠিত এডভাইজারি কমিটির ২৮জন সদস্যের নাম ঘোষণা করা হয়।
তারা হলেন, সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, সহ সভাপতি বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ সরকারি কলেজের প্রফেসর রোকিয়া বেগম শেলি, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রাগীক-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আবদুল ওয়াহাব, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. হাসানুজ্জামান, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল আশরাফ আলী, জাগরণ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফখরুল ইসলাম, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সিংগেরকাছ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুব ওয়ায়েছ, নোয়াগাঁও প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, মান্দারুকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলতাফুর রহমান, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল কাজল কুমার দেব, মোহাম্মদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ব্যাংকার মতিউর রহমান রাসেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল, দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ ও শিক্ষক আব্দুল আজিজ।