বিশ্বনাথ সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করলেন নুনু মিয়া

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের বন্যার্ত পরিবারের মধ্যে বুধবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণকালে এসএম নুনু মিয়া বলেন, নৌকার বিজয় হলে মানুষের মুখে হাঁসি ফুটে। বন্যা হওয়া মাত্রই সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের জন্য উপহার পাঠিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে আরো বেশি করে প্রবাসী ও বিত্তবানদের দাঁড়াতে হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন।

এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা রাজন মিয়া সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *