প্রেস বিজ্ঞপ্তি:
বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেট জেলা যুবলীগ নেতা শেখ জহির আলম শাহীন। বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোঃ মনির খান রাজা ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বার্তায় সিলেট জেলা যুবলীগ নেতা শেখ জহিরকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করেন।
এক বিবৃতিতে জেলা যুবলীগ নেতা শেখ জহির আলম শাহীন বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি, সাধারণসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যাব। শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরে এবং বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে সততা আদর্শের সাথে কাজ করে যাব অন্তিম সময় পর্যন্ত।
শেয়ার করুন