বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ‌‘বঙ্গবন্ধু’র নাম, বিএনপি সমর্থিতদের হামলায় প্রক্টরসহ আহত ৩

জাতীয়

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিপি) প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর স্থানীয় বিএনপি সমর্থিতদের হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ফেস্টুন-ব্যানারসহ পুষ্পমাল্য অর্পণের পর ঘটনাটি ঘটে।

এতে তিনজন আহত হয়েছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খান, ছাত্র ইশতিয়াক আহমেদ ও তাওহীদ খলিফা। পরে আহতরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ ঘটনায় ভিসি বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন।

জানা গেছে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে পুরাতন খেয়াঘাটের শহীদ বেদিতে যান। এসময় ব্যানারে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ দেখে বিএনপি সমর্থিত কিছু লোকজন গালাগাল করে। তারা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর তেড়ে এসে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলতে চাইলে তারা নিজেরাই তা খুলে ফেলে। পরে বেদিতে শ্রদ্ধা জানিয়ে স্থানীয় একটি হোটেলে নাশতা করার জন্য গেলে সেখানে তাদের ওপর অকর্কিত হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানা গেছে, ব্যানার ও ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকার জেরে এ হামলা করা হয়। এতে বিএনপি সমর্থিত লোকজনই এ হামলার সঙ্গে জড়িত। স্থানীয় বিএনপির শীর্ষ নেতারাও বিষয়টি জানতেন বলে সূত্রটি নিশ্চিত করেছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার বাদী হয়ে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। এ ঘটনার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠে কাজ করছে পুলিশ।

এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের নামে তো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের ব্যানারে অন্যকোনো নাম কীভাবে ব্যবহার করা যায়?

“অনুষ্ঠানে আমরা গেলে শুরু থেকে এটা নিয়ে আপত্তি ছিল কিছু লোকজনের। তখন আমরা সঙ্গে সঙ্গে ব্যানার ও ফেস্টুন থেকে নাম খুলে ফেলি। এমনকি বেদি উঠার আগে বিশ্ববিদ্যালয়কে ‘প্রস্তাবিত পিরোজপুর বিশ্ববিদ্যালয়‘ ঘোষণা দেওয়া হয়েছে। তারপরও আমরা বেদিতে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করি।”

তিনি আরও বলেন, শ্রদ্ধা জানানো পর সেখান থেকে আমি গাড়িতে করে চলে আসি। তবে আমার আসার ৩-৫ মিনিটের এরমধ্যে এই হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানা মামলা করেছি এবং একজন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *