ভোলার দৌলতখানে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে ৩টি বিড়ালের মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। মৃত ৩টি বিড়ালকে নদীতে ফেলে দেয়া হয়।
মঙ্গলবার ১৮ জুন রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালু মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জালু মাঝির বাড়িতে খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখেন ঘরের লোকজন। পরে ঘরের লোকজন অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে বিষধর রাসেল ভাইপার সাপ বের হতে দেখেন। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
শেয়ার করুন