বিসিবি ছাড়লেন দুর্জয়

জাতীয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। বিসিবি সূত্র নিশ্চিত করেছে প্রথম টেস্ট অধিনায়কের পদত্যাগের খবর।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ২০১৪ ও ২০১৮ নির্বাচনে সংসদ সদস্য হন দুর্জয়। সরকার পরিবর্তনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে দুর্জয় চতুর্থ ব্যক্তি যিনি পদত্যাগ করলেন।
এর আগে বিসিবির পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস পদত্যাগ করেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন।

এর পর সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন ও উইমেন্স উইং প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী বিসিবি ছাড়েন। দুজনই শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকজন বিসিবি পরিচালক আত্মগোপনে চলে যান। ফাঁকা হওয়া পদে নতুনরা দায়িত্ব নিতে শুরু করেছেন। ফারুক আহমেদ প্রথম পরিচালক ও পরে সভাপতি হন।

নাজমুল আবেদীন ফাহিম পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন। ফাঁকা জায়গাগুলো নিয়ে আলোচনায় আছেন অনেক নতুন মুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *