বিয়ানীবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ।

সিলেট

 

রাসেল আহমদ: বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ ও কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) বেলা ১০টায় উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা এলাকার চারাবই গ্রামে ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান এনডিসি, পিএসসি কমান্ডার ৩৬০ পদাতিক বিগ্রেড, কর্নেল গোলাম কিবরিয়া জামান, এসপিপি, এ এসডব্লিউসি, পিএসসি, লে. কর্নেল মুহসিনুল কবির, ভারপ্রাপ্ত কর্ণেল এ্যাডমিন, লে. কর্ণেল ফায়েজুল আরেফিন পিএসসি, জি, কমান্ডিং অফিসার ১৭ মিলিটারি পুলিশ, লে. কর্নেল আবু সাইদ আকন্দ, পিএসসি, কমান্ডিং অফিসার ১৩ ইবি, মেজর জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত জিএসও-২ (ইন্ট), বিগ্রেড মেজর নাসের উদ্দিন খান, পিএসসি, ক্যাপ্টেন সাদি আফরোজ, ক্যাম্প কমান্ডার, মেজর ডা. ফারাবী, এ এমসি, লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠাকারী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির কার্যকরী সদস্য আফছার খান সাদেক, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আশিক নুর, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খান, বিশিষ্ট সমাজসেবী দিলদার হুসেন খান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অজামিল চন্দ্র নাথ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদ, প্রবিন মুরব্বি মাখন মিয়া, সাংবাদিক সাদেক আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক জয় রায় হিমেল, দপ্তর সম্পাদক খালেদ হোসেন, সাংবাদিক জুবায়ের আহমদ, রাসেল আহমদ প্রমুখ।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় শেওলা ইউনিয়নের ঘড়ুয়া, চারাবই, দাউদপুর, কোনাশালেশ্বর, শালেশ্বর ও দিগলবাগ এলাকায় পানিবন্দি প্রায় ২শ’ টি পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ত্রাণ ও কোরবানীর মাংস বিতরণ করা হয়।

এছাড়াও বন্যা কবলিত মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *