ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
পথ শিশুকে নিয়ে কাজ করা সদূর বৃটেন থেকে আসা সাইক্লিং টিম এমসি রবিবার (১২ ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথে এসে পৌঁছেছেন। বিশ্বনাথের ছেলে রাশীদ আলীর নেতৃত্বে ২২ সদস্যের দলকে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুরে বরণ করে বিশ্বনাথ পৌর শহরে মোটর শুভা যাত্রায় নিয়ে আসা হয়।
পরে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। শুভেচ্ছা বক্তব্য রাখেন টিম এসসির প্রধান রাশীদ আলী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, আহমদ আলী হিরণ, ইউএনও’র সিও সাদেক আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, সংগঠক লিপু আহমেদ প্রমুখ।
শেয়ার করুন