বৃষ্টির জন্য নামাজ পড়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

ইসলাম ও জীবন

রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতেও বায়ুদূষণ আর গরমে বিপর্যস্ত জনজীবন। গত কয়েক দিন এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানীতে। আগামী ৩ দিনের মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র দাবদাহের মুর্হুতে সালাতুল ইসতেসকা পড়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহর।

তিনি বলেছেন, তীব্র দাবদাহে পুড়ছে দেশ৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷ এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয়নবি সা. এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন৷ এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন (বুখারি, মুসলিম)৷

তিনি আরও বলেন, আমরা দেশের সকল ইমাম-খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানাই৷ আমরাও সালাতুল ইস্তিসকার পরিকল্পনা করছি৷

শায়খ আহমাদুল্লাহ জানান, ইন শা আল্লাহ আগামীকাল সকাল ১০টায় আফতাবনগর খেলার মাঠে সালাতুল ইস্তেস্কার আয়োজন করছি আমরা। যাদের সুযোগ আছে অংশগ্রহণ করি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সম্মানিত ইমাম-খতিবগনকে ইস্তেস্কার সালাতের আয়োজনের আহবান করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *