বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) ভোরে ভারত থেকে গরু আনাকে কেন্দ্র করে বিএসএফ গুলি করে বিজিবি সদস্য রইস উদ্দিনকে (৩৫) হত্যা করে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞিপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্নেল জামিল।
বিজিবি জানায়, ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে গতকাল সোমবার ভোরে চোরাকারবারিরা বেশ কিছু গরু পাচার করে নিয়ে আসছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করলে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী রইস উদ্দিন চোরাকারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশায় দলবিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে তাকে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যমে জানা সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে রইস উদ্দিনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার ভোরের দিকে তারা অন্তত ১০-১৫ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। বিজিবি পাচার হওয়া দুটো গরু আটক করেছে। ঘটনার পর থেকে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এরই মধ্যে ঘটনাস্থল ধান্যখোলা জেলেপাড়া ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওয়ন কমান্ডার ও যশোর ব্যাটালিয়নের সিও লে. কর্নেল জামিল।
রইস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্নেল জামিল বলেন, বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি দিয়েছে।
এছাড়াও মৃতদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
শেয়ার করুন