স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ(১৭ সেপ্টেম্বর) শনিবার বিকালে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা পুটখালী সীমান্ত থেকে বর্ডার গার্ড অফ বাংলাদেশ ( বিজিবি) খুলনা ২১ ব্যাটালিয়ান ২ কেজি ৩ শত ৩৩ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বারসহ রিয়াদ হোসেন (২৫)কে আটক করে।
আটককৃত আসামি রিয়াদ , বেনাপোল পৌর এলাকার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পান ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বালুন্ডা সড়ক দিয়ে পুটখালি সীমান্তে যাবে। উল্লেখিত সংবাদের ভিত্তিতে বালুন্ডা পুটখালি সড়কে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন রিয়াদকে আটক করে তার হাতে থাকা ব্যাগ চেক করে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।