স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের বেনাপোল সীমান্তের কাগজপুকুরে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট,৪ কেজি গাঁজা ও ১ শত বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন(৩৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি শার্শা থানার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন – গোপন সংবাদের ভিত্তিতে খবর পান বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে। উল্লেখিত সংবাদের আলোকে বিজিবির একটি টীম সেখানে অভিযান চালিয়ে নম্বর বিহীন একটি প্রাইভেটকারসহ মাদক পাচারকারী সোহাগকে আটক করেন। জব্দকৃত প্রাইভেটকারটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা ও ১ শত বোতল ফেনসিডিল পাওয়া পান।
তিনি আরও বলেন- আটক আসামিকে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন