বেশি দামে পণ্য বিক্রি, নগরীতে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বেশি দামে ইলেকট্রনিক পণ্য বিক্রির অভিযোগে সিলেট নগরীতে ৯ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (৯ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মহানগর) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অভিযোগ ছিল নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি হচ্ছে। এমন অভিযোগে আম্বরখানা, কালীঘাট, ও লালদিঘীরপাড় বাজারে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্র, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং অধিকমূল্যে ইলেকট্রনিকস পণ্য সামগ্রী বিক্রির অপরাধে আম্বরখানায় ৫টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০, কালীঘাটে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার, লালদিঘীরপাড় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।