ব্যাংক থেকে বৃহস্পতিবার তোলা যাবে সর্বোচ্চ ১ লাখ টাকা

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার আগে ‘নিরাপত্তার স্বার্থে’ বৃহস্পতিবার ব্যাংক থেকে ১ লাখ টাকার বেশি তোলা যাবে না।

কেবল একদিনের জন্য এ নির্দেশনা মানাতে বুধবার রাতে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের টাকা তোলার হিড়িক পড়ায় এ নির্দেশনা দেওয়া হয় বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার ১ লাখ টাকার বেশি উত্তোলন করতে পারছেনা না গ্রাহকরা। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারছেন। এছাড়া বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *