মার্কুইনহোসের পেনাল্টি শুট আউটের শট পোস্টে লাগতেই শেষ হয়ে গেল ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নে। দক্ষিণ কোরিয়ার রক্ষণ কাঁপিয়ে সাম্বা নাচের ঝলক দেখিয়েছিল ব্রাজিল। সেই দলটাই ক্রোয়েশিয়ার কাছে হারের পর হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। স্বপ্নভঙ্গ হয়ে অধরা রয়ে গেল ‘মিশন হেক্সা’। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-২ গোলে হার মেনে নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।
হৃদয়ভাঙা এই হারের পর দলের সেরা তারকা নেইমার ব্রাজিলের হয়ে আর খেলার নিশ্চয়তা দিতে পারেননি। ব্যাপারটি নিয়ে ভাবার জন্য সময় নিতে চান পিএসজি তারকা।
আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন কিনা, সেটা বুঝতে পারছেন না নেইমার। তার কাছে মনে হচ্ছে এটা নিয়ে ভাবার জন্য সময়টা উপযুক্ত নয়। ব্রাজিল ফরোয়ার্ড বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না (জাতীয় দলের হয়ে আবার খেলব কি-না)। আমার মনে হয়, এখন এটা নিয়ে কথা বলার সময় নয়। হয়তো আমি এখন সঠিকভাবে ভাবতে পারছি না। দেখা যাক সামনে কী হয়।’
ব্রাজিলের হয়ে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিতে চান নেইমার। তবে তিনি এই নিশ্চয়তা দিচ্ছেন না যে, ফিরে আসবেনই। ব্রাজিল তারকা বলেন, ‘আমি এ বিষয়ে ভাবতে সময় নিতে চাই। আমি নিজের জন্য কী চাই, তা নিয়ে ভাবতে চাই। ব্রাজিলের হয়ে খেলার দরজা বন্ধ করব না, আবার শতভাগ নিশ্চয়তা দিয়ে বলব না যে, আমি ফিরে আসব।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে গেলেও এদিন অনন্য মাইলফলক ছুঁয়েছেন নেইমার। পেলের সমান ব্রাজিলের জার্সিতে তারও এখন ৭৭ গোল। ভক্তদের উদ্দেশ্যে নেইমার বলেন, ‘আমার ও আমার সতীর্থদের প্রতি আপনাদের সমর্থন ও শ্রদ্ধার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি। আমরা আমাদের স্বপ্ন, লক্ষ্য অর্জন করতে পারিনি, তবে এটাই খেলার অংশ। ফুটবলে এমনই হয়।’
শেয়ার করুন