বাগেরহাট জেলা প্রতিনিধি:
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেইভ প্রকল্পের উদ্যোগে গঠিত মোংলা উপজেলার মেন্টর দল ও ইয়ুথ দলের প্রতিনিধিদের সমন্বয়ে ত্রৈমাসিক ফলোআপ সভাটি ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব, মোংলাতে অনুষ্ঠিত হয়েছে। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার । জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর প্রধান অতিথীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন প্রকল্পটির ইয়ুথ সদস্যবৃন্দ । সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন মোংলা সুজন শাখার সম্পাদক ও ব্রেইভ প্রকল্পের মাস্টার ট্রেইনার নুর আলম শেখ। সভায় ব্রেইভ প্রকল্পটির উদ্যোগে গঠিত বাগেরহাট জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সভাপতি এস. কে হাসিবুর রহমান, সহ সভাপতি পিযুশ কান্তি মজুমদার ও আরিফুল হক, কমিটির সদস্য সুকুমার মন্ডল ও সোনিয়া আক্তার, মাস্টার ট্রেইনার নিরাপদ হালদার, আবুল কাসেম ও ব্রেইভ প্রকল্পটির মেন্টর সদস্যবৃন্দ ও ইয়ুথ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনার আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান , ময়মনশিংহ অঞ্চলের জয়ন্ত কর, এসপিএল প্রকল্পের সহ প্রকল্প ব্যবস্থাপক কাজী নিশাত, প্রশিক্ষণ ইউনিটের সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী ও রুবিনা আক্তার, এসপিএল প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ও ইয়ুথ মোবিলাইজেশন অফিসার মুজতাহিদ ইসলাম, ব্রেইভ প্রকল্পের সমন্বয়কারী নাজমুল হুদা মিনা, বাগেরহাট সদর উপজেলা সমন্বয়কারী হাফিজুর রহমান,মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান ও বাগেরহাট সদর, ফকিরহাট ও মোংলা উপজেলার সকল ইউনিয়নের ইউনিয়ন সমন্বয়কারীবৃন্দ। মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত দিনের কার্যক্রম ও পরবর্তি পরিকল্পনা সমূহ তুলে ধরেন । এরপর প্রধান অতিথী ড. বদিউল আলম মজুমদার স্যার সকল ইয়ুথ প্রতিনিধিদের তাদের নিজস্ব এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং সহিংস উগ্রবাদ প্রতিরোধ সহ এলাকায় তাদের অন্যান্য সামাজিক কর্মকান্ড সম্পর্কে অবগত হন । ইউনিয়ন ভিত্তিক ইয়ুথ সদস্যরা সহিংস উগ্রবাদ প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম সহ পারিবারিক সহিংসতা নিরসন ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। স্থানীয়ভাবে মেন্টর সদস্যবৃন্দরাও তাদের কার্যক্রম তুলে ধরেন । বিশেষ অতিথীর বক্তব্যে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন মোংলা থেকে আজ আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলাম। প্রধান অতিথী ড. বদিউল আলম মজুমদার ইয়ুথদের উদ্যেশে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন । পাশাপাশি মেন্টর ও মাস্টার ট্রেইনারবৃন্দ তাদের স্ব স্ব অবস্থানে থেকে সম্প্রীতি গড়ে তোলার উদ্যোগ নিয়ে যেসকল কর্মসূচি পালন করছেন তার ভূয়সী প্রশংসা করেন। ফলোআপ সভার সভাপতি মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এর সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
শেয়ার করুন