মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং ভিসি কোটা বাতিলের পাশাপাশি ভর্তি পরীক্ষা ১০ ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও ভিসি কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
আলী রেজা জানান, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং ভিসি কোটা বাতিলের পাশাপাশি ভর্তি পরীক্ষা ১০ ইউনিটের পরিবর্তে সাত ইউনিটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
‘এর মধ্যে সমাজ বিজ্ঞান অনুষদ (বি ইউনিট) ও জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) অপরিবর্তিত থাকবে,’ বলেন তিনি।
ভর্তি প্রক্রিয়ায় এ পরিবর্তনের কারণে আবেদন কার্যক্রম ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানান তিনি।
এছাড়া পোষ্য কোটায় একটি বিভাগে সর্বোচ্চ চারজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন এবং তাদের ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে।
এর আগে আজ বেলা পৌনে ১২টার দিকে ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালু এবং ভর্তি আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শেয়ার করুন