
দিনে আকাশে সূর্যের প্রখর তাপ আর রাতে দমবন্ধ করা ভ্যাপসা ভাব। ভাদ্র মাসের এই ‘তালপাকা গরমে’ সিলেটের মানুষের মাঝে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। গাছের পাতা যেন ঝিম ধরে বসে আছে। সোমবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র এই গরমে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এই অস্বস্তি আরও বাড়িয়ে দেয় লোডশেডিং এর যন্ত্রণা।
এদিকে আগামী কয়েকদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর মাঝারী ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা ১/২ ডিগ্রি কমতে পারে তবে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্র হ বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষদিকে এসে তাপমাত্রা আবারও বাড়তে পারে।
এদিকে গরমের কারণে রাস্তাঘাটে দিনের বেলা লোকজনের চলাচল কমে গিয়েছিল। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বাতাসে অস্বস্তি সাময়িকভাবে কিছুটা প্রশমিত হয়। সন্ধার পর রাস্তায় কিছুটা লোকজনের চাপ বাড়ে।
অপরদিকে সেপ্টেম্বর মাসে দুই থেকে তিনটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই মাসের কয়েকদিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিরও আভাস দিয়েছে সরকারি সংস্থাটি। সোমবার এক মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
মমিনুল ইসলাম আরও জানান, সেপ্টেম্বরে দেশের কোথাও কোথাও ৩ থেকে ৫ দিন ৩ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থা সম্পর্কে তিনি জানান, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কৃষি আবহাওয়ার পূর্বাভাস জানান, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৫ থেকে ৭ ঘণ্টা থাকতে পারে।
শেয়ার করুন