ভারতীয় বাঁধ খুলে দেশের আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল

সিলেট

স্টাফ রিপোর্টার:

পরিকল্পিতভাবে ভারতীয় বাঁধ খুলে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) জুম্মার নামাজ পর বিশ্বনাথ ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল উপজেলার মাদানিয়া মাদ্রাসা মার্কেটের সামন থেকে মিছিলটি পৌর শহরের নতুন ও পুরাতন বাজার প্রদক্ষিণ করে বাসিয়া ব্রিজে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা। এতে মাওলানা এমরান হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা সাঈদ আহমদ, এম কাওছার আহমদ, শাহ টিপু, মাওলানা হাসান বিন ফাহিম, মোঃ জাফর আহমদ, সাব্বির আহমদ, ওয়াসিম আহমদ, মাওলানা এম মুক্তার হোসেন।

বক্তারা বলেন, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না।ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধন কর্মসূচি শেষে দোয়া পরিচালনা করেন, সদরের হাজি আব্দুল খালিক জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল্লাহ আল জামিল।

এসময় উপস্থিত ছিলেন, মাওলানা মিজান আহমদ, মাওলানা তাহের আহমদ চৌধরী, মাওলানা সালমান আহমদ চৌধরী, শাহ রুকন, মোঃ রুশন আলী, মোঃ আলী হোসেন, হাফিজ শাহ সাইদুর রহমান, ইউপি সদস্য আফিজ আলী, মাসুম আহমদ, পারেল মাহিন, কাওছার মুরছালিন কিবরীয়া সোহেল মাজেদ, জাবেদ, মোঃ আজিজুলসহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *