আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। পাশাপাশি বিশ্ববাজারেঅপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ফলে ভারতের মুদ্রার আরও দরপতন ঘটেছে। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মার্চ) ভারতীয় রুপির মূল্য হ্রাস পেয়েছে ৬ পয়সা। প্রতি মার্কিন ডলারের দর স্থির হয়েছে ৮৩ দশমিক ৩৯ রুপিতে। আগের কার্যদিবসে ইন্ডিয়ান রুপির দাম কমেছিল ৪ পয়সা। গ্রিনব্যাকপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছিল ৮৩ দশমিক ৩৩ রুপিতে।
বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, আলোচ্য কর্মদিবসে ভারতীয় ইক্যুয়িটি বাজার দৃঢ় হয়েছে। সেই সঙ্গে বিদেশি তহবিলের প্রবাহ বেড়েছে। ফলে স্থানীয় মুদ্রা রুপি বড় পতনের হাত থেকে রক্ষা পেয়েছে। ইতোমধ্যে অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩৪ শতাংশ। বর্তমানে তা ১০৪ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে।
শেয়ার করুন