ভারতের ১ লাখ ৩০ হাজার সমর্থকদের বিপক্ষে পেরে উঠবে অজিরা?

খেলাধুলা

ফাইনালে স্বাগতিক ভারত। তাদের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে, মাঠের খেলার পাশাপাশি বাহিরে থাকা ১ লক্ষ ৩০ হাজার সমর্থকদেরও সামলাতে হবে অজিদের।

একে নিজেদের দেশে বিশ্বকাপ। আবার দল উঠেছে ফাইনালে। এমন ম্যাচে নিজেদের সবটা দিয়ে ‘মেন ইন ব্লু’দের জন্য গলা ফাটানোটা স্বাভাবিক। তাছাড়া আগামীকালের ম্যাচে নিজেদের দর্শকদেরই যে আধিপত্য থাকবে এটা আর বলার অপেক্ষা রাখে না।

পেছনের ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যায়, প্রতিটা ম্যাচেই ভারতের সমর্থকদের একচেটিয়া দখলে ছিল গ্যালারি। বিশ্বকাপের শুরু থেকেই যে কোন দলের জন্যই চ্যালেঞ্জ ছিল ভারতের সমর্থকেরা। যেমন, এর আগে ভারতের বিপক্ষে এই মাঠে খেলতে নামা পাকিস্তানের বিপক্ষে গলা ফাটিয়েছে ১ লাখ ৩০ হাজার সমর্থক।

তবে অজি অধিনায়ক কামিন্স বলছেন ভারতের সমর্থকদের গগনবিদারী চিৎকার থামিয়ে দেয়াই তাদের লক্ষ্য। বলেন, আমার মনে হয় এটা সামলাতেই হবে। নিশ্চিত করেই বলা যায়, দর্শকরা থাকবে একপেশে। কিন্তু খেলায় তো এমন বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেয়ার চেয়ে সন্তুষ্টির আর কিছু হতে পারে না। আমাদের আগামীকালের লক্ষ্য এটাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *