ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ নিহত ১২

জাতীয়

ভারতের উড়িষ্যার গনজাম জেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

রোববার (২৬ জুন) গভীর রাতে দিঘাপাহানডি এলাকার কাছে বরহমপুর-তাপতাপানি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিয়েবাড়ি ফেরত একটি বাসের সঙ্গে আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে; হতাহতদের সবাই বিয়েবাড়ি ফেরত বাসেরই যাত্রী বলে বরহমপুরের পুলিশ সুপার সারাভানা বিবেক এমের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

বরহমপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ওই যাত্রীরা দিঘাপাহানডির কাছে খানদাদেউলিতে ফিরছিলেন।

খবর পেয়েই পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, জানান সারাভানা।

এক পরিবারের ৭ সদস্য এবং তাদের আত্মীয়রা নিহত ১২ জনের মধ্যে আছেন, বলেছেন আরেক পুলিশ কর্মকর্তা।

আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং দিঘাপাহানডি হাসপাতাল চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে দুইজনকে কটকের এসসিবি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, বলেছেন তিনি।

আহত প্রত্যেককে চিকিৎসাবাবদ ৩০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *