
সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ খাদলা বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২০৪৯/৭-এস এর শূন্য লাইন থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পালানোর চেষ্টা করছিলেন আসামিরা। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে।
আটকরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) এবং কুমিল্লার কোতোয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহারিয়ার নাজিম জয় (১৯)।
বুড়িচং থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের কন্যা ফাহিমা আক্তার আখি (২৩) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা রয়েছে। আটক আসামিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুড়িচং থানা-পুলিশের কাছে হস্তান্তর করা
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্তের নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে আটক করা সম্ভব হয়েছে।
শেয়ার করুন


