ভালোবাসা এবং চোখের জলে বিদায় নিলেন আনচেলত্তি-মদ্রিচ

খেলাধুলা

কার্লো আনচেলত্তি ও লুকা মদ্রিচের বিদায়ের বিষয়টি আগেই জানা ছিল সবার। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেটা হয়ে গেল স্প্যানিশ লা লিগায় শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষে। সান্তিয়াগো বার্নাব্যুতে বিদায় বেলায় ভালোবাসায় সিক্ত হলেন রিয়ালের ইতিহাসের সফলতম কোচ ও ফুটবলার। একই সঙ্গে এই দুজনের বিদায়ের সাক্ষী হয়ে থাকল ক্লাব কর্মকর্তা এবং ভক্তদের চোখের জল।

স্পেনের মাটিতে এটা ছিল মদ্রিচের শেষ ম্যাচ। আগামী মাসে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল ছাড়বেন ক্রোয়াট তারকা। অন্যদিকে আনচেলত্তির জন্য এটা ছিল রিয়ালের ডাগআউটে শেষ ম্যাচ। এমন স্মরণীয় ম্যাচটিতে ২-০ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। এদিন ৮৭ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন মদ্র্রিচ। এ সময় তাকে উভয় দলের খেলোয়াড়রা গার্ড অব অনার দেয়। তবে আসল আবেগ কিংবা ভালোবাসা প্রকাশ পেয়েছে ম্যাচ শেষে- মদ্রিচ ও আনচেলত্তির বক্তৃতায়। বিশেষ করে, ইতালিয়ান কোচ মাইকে কথা বলার সময় নিজে কেঁদেছেন, কাঁদিয়েছেন বাকিদেরকেও।

আনচেলত্তি বলেন, ‘রিয়াল মাদ্রিদে দারুণ সময় কাটিয়েছি। এজন্য আমি গর্বিত। এই ক্লাবে যা কিছু হয়েছে তার কোনোকিছুই আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব না। সন্তুষ্টি নিয়ে এখান থেকে যাচ্ছি। এমন একটি ক্লাবের অংশ হতে পারাটা অনেক বেশি আনন্দ ও সম্মানের। এটা আমার বাড়ির মতোই ছিল।’

স্পেনের মাটিতে নিজের বিদায়ী ম্যাচের পর মদ্রিচ বলেন, ‘রিয়াল মাদ্রিদে বিদায়ের মুহূর্ত আসবে আমি সেটা চাইনি। এই ক্লাবে আমার পথ চলাটা বিস্ময়কর ছিল। আমি ক্লাব প্রেসিডেন্ট, কোচ, সতীর্থ এবং যারা আমার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানাতে চাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *