ভিসা আবেদন ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

বিশ্ব

ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মীসহ কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) প্রক্রিয়াকরণের ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৮ জুন) দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়।

নতুন ভিসা ফি ১৭ জুন থেকে কার্যকর হয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি ১/বি ২) এবং অন্যান্য আবেদনমুক্ত (নন-পিটিশন) এনআইভি যেমন শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭ হাজার টাকা) থেকে বাড়িয়ে ১৮৫ ডলার (প্রায় ২০ হাজার টাকা) করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও, পি, কিউ এবং আর শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদনভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ ডলার (প্রায় ২০ হাজার টাকা) থেকে বাড়িয়ে ২০৫ ডলার (প্রায় ২২ হাজার টাকা) করা হয়েছে।

এ ছাড়া চুক্তির আওতাধীন ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশার (ই শ্রেণি) ক্ষেত্রে ভিসা আবেদনের জন্য ফি ২০৫ ডলার (প্রায় ২২ হাজার টাকা) থেকে বাড়িয়ে ৩১৫ ডলার (প্রায় ৩৪ হাজার টাকা) করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *