ভেলায় ও ড্রামে ভেসে এসে বিএনপির গণসমাবেশে যোগদেন অনেক নেতা-কর্মী

জাতীয়

জাকির হোসেন,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে সব ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পন্থায় বিএনপির সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। কেউ নৌকায়, কেউ বা ট্রলারে চেপে বরিশালে আসেন । আবার কেউবা ড্রামের ভেলায়ও নদী পারপার হয়েছেন। বিকেল পৌনে ৩টায় ড্রামের ওপর ভেসে নেতাকর্মীদের বরিশালের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদীতে ট্রলার থেকে তীরে, আবার তীর থেকে ট্রলারে উঠতে দেখা গেছে। আর এভাবে নদী পারাপার হয়ে সমাবেশস্থলে আসেন তারা। ড্রামে ভেসে আসা মো. রনি বলেন, সরকার সবকিছু বন্ধ করেছে যাতে সমাবেশস্থলে আসতে না পারি। তবে ট্রলারে রাতের আঁধারে এসেছি, কিন্তু এখন দিন, তাই ভিড়তে দিচ্ছে না তীরে। ফলে ড্রামের ওপর ভেসে তীরে এসেছি। সমাবেশ সফল করতেই এ অবর্ননীয় কষ্ট সহ্য করেছি।

ড্রামে করে তীরে আসা শাওন নামে আরেকজন বলেন, গণতন্ত্র মুক্ত করার আন্দোলনে কোনো ছাড় নয়। খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন চলবে।

এদিকে সমাবেশ শুরু হওয়ার পরও অনেক নেতাকর্মী নদী পথে সমাবেশস্থলে আসতে থাকেন বিভিন্ন উপায়ে। নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের রাস্তায়ও তীল ধরণের ঠাঁই ছিলনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *