অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি ও স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় থাকায় অনেকটা স্বস্তিতেই বাড়ি থেকে ঢাকায় ফিরছেন ট্রেনযাত্রীরা। কমলাপুরে ঢাকামুখী যাত্রীদের তেমন চাপ নেই। ফলে তাদের কোন ভোগান্তি হয়নি। ট্রেনও ছেড়ে এসেছে ঠিক সময়।
বুধবার (১৯ জুন) রাজধানীর কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ শেষে ঢাকায় ফিরছেন যাত্রীরা। তাদের বেশিরভাগই চাকরিজীবী। শিডিউল বিপর্যয় ছাড়া নির্দিষ্ট সময়ে রওনা দিতে পেরে এবং গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করছেন তারা।
যাত্রীরা জানান, এবার ট্রেনের ঈদ যাত্রা ছিল স্বস্তির। অন্যান্যবারের মতো শিডিউল বিপর্যয় ছিল না। ট্রেন সঠিক সময়ে ছেড়ে এসেছে। কোথাও কোনো ঝামেলায় পড়তে হয়নি।
এদিকে ঈদের দুই দিন পরও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। ভোগান্তি এড়াতেই ঈদের পর বাড়ি যাচ্ছেন বলে জানান তারা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হলেও অনলাইনে টিকিট না পাওয়া ও কালোবাজারির অভিযোগ আছে কোন কোন যাত্রীর।
শেয়ার করুন