ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫

সিলেট

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর উদ্যোগে ১০ ডিসেম্বর “ভ্যাট দিবস” এবং ১০-১৫ ডিসেম্বর “ভ্যাট সপ্তাহ-২০২5” পালিত হচ্ছে। এবারের ভ্যাট দিবস এর প্রতিপাদ্য “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”। এই দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর, ২০২5 খ্রি. তারিখ বেলা ১০:3০ ঘটিকায় গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট, বড়শালা, সিলেটে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু হান্নান দেলওয়ার হোসেন, সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা), জাতীয় রাজস্ব বোর্ড; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সিলেট এবং জনাব ভূবন মোহন ত্রিপুরা, কর কমিশনার, কর অঞ্চল, সিলেট। এছাড়াও সম্মানিত অংশীদারগণ; গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ কমিশনারেটের সম্মানিত অতিরিক্ত কমিশনার জনাব মীর আবু আবদুল্লাহ আল- সাদাত; কী-নোট পেপার উপস্থাপন করেন যুগ্ম-কমিশনার জনাব মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী। উক্ত সভায় সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর সম্মানিত কমিশনার জনাব খন্দকার নাজমুল হক।

আলোচনার শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদগণ এবং জুলাই-আগস্ট বিপ্লবের শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে, সেখানে জাতীয় রাজস্ব তথা ভ্যাট এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা কমিয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ভ্যাট এর কোন বিকল্প নেই।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, প্রতিবছর জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রকে যে পরিমাণ রাজস্ব যোগান দেয় তার বেশিরভাগই ভ্যাট হতে আসে। ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের উত্তরোত্তর অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের অভ্যুদয়ের ফলে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের পরিবেশ বিরাজ করছে তারই আলোকে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে। তিনি বিপ্লবোত্তর এই বাংলাদেশে প্রকৃত অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সম্মানিত করদাতাগণকে যথাযথ ভ্যাট প্রদানের আহ্বান জানান। এছাড়াও, বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব এবং প্রকৃত ভ্যাট আদায়ের জন্য সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সিলেট পূণ্যভূমি সিলেটের ব্যবসায়ীবৃন্দকে নিজ উদ্যেগে ভ্যাট নিবন্ধন গ্রহণ এবং সময়মতো সঠিক হারে ভ্যাট পরিশোধ করার জন্য আহ্বান জানান। তাছাড়া বিশেষ অতিথি জনাব ভূবন মোহন ত্রিপুরা, কর কমিশনার, কর অঞ্চল, সিলেট সরকারের রাজস্ব আহরণে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে ভ্যাটের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন যে, ভ্যাট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০১৩ সাল থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর “ভ্যাট দিবস” এবং ১০-১৫ ডিসেম্বর “ভ্যাট সপ্তাহ” উদযাপন করে আসছে। ভ্যাট আদায় ব্যবস্থায় এখনও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান, পূর্ণাঙ্গ অটোমেশনের ঘাটতি, রেয়াত-শৃঙ্খল অকার্যকর, অতিরিক্ত অব্যাহতি, ম্যানুয়াল অডিট পদ্ধতি, ই-কমার্স ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভ্যাট সংগ্রহের সীমাবদ্ধতার পরও এ খাতে রাজস্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট রিটার্ন, কর পরিশোধ (e-payment), হিসাব সংরক্ষণসহ আধুনিক সুবিধা গ্রহণের জন্য তিনি স্টেকহোল্ডারদেরকে অনুরোধ করেন। তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট ভ্যাট আহরণের লক্ষ্যমাত্রা পূরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

এবারের ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্যকে ধারণ করে তিনি সকল পর্যায়ের করদাতাগণকে যথাযথ ভ্যাট প্রদানের আহ্বান জানান। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি স্থানীয় ক্যাবল অপারেটর ও বিল বোর্ডের মাধ্যমে ভ্যাট সপ্তাহের সচেতনতামূলক টিভিসি নিয়মিত সম্প্রচার করা হচ্ছে। এ ধরণের সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে সকল অংশীজনের সহযোগিতায় এ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট বিশ্বাস করে।

ধন্যবাদ।

তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫
বিকাশ চন্দ্র দেবনাথ
সহকারী কমিশনার (সদর দপ্তর)
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *