মক্কার গ্র্যান্ড মসজিদে ২৮ রমজানের রাতে একসাথে ২.৫ মিলিয়নের বেশি লোক খতমে কোরআন নামাজে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীরাও উপস্তিত ছিলেন। খবর সৌদি গেজেট’র।
সৌদির দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান শেখ আবদুরহমান আল-সুদাইস এই নামাজের নেতৃত্ব দেন। খতমে কোরআনের অর্থ হলো তারাবির নামাজে কোরআন খতম দেয়া।
দুই মসজিদের ভেতরের অংশ ও আশেপাশের রাস্তায় সব লোক সমবেত হয়েছিল।
নামাজের নেতৃত্বদানকারী শেখ আল-সুদাইস আল্লাহর কাছে বরকতময় এই রাতে সমস্ত মুসলমানদের ক্ষমা এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন।
শেয়ার করুন