আরিফুল ইসলাম, রাঙ্গামাটি
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে ও আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) উক্ত কমিশনের রাঙামাটি জেলা কার্যালয়ে বৈঠক বাতিলের দাবিতে হরতাল কর্মসূচির ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় রাঙামাটি রেইনবো রেস্টুরেন্টে বিতির্কিত ভূমি কমিশনের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
ঘোষণায় বলা হয়, আগামীকাল (৬ সেপ্টেম্বব) সকাল ৬টা থেকে পরের দিন বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। এসময় রাঙামাটি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।
শেয়ার করুন