প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৫, ৩:৫৫ পি.এম
মঙ্গলবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটে আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের অধীন তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজার ও আশপাশের এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫