ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটক জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবীতে সিলেট জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে শুরু হবে। যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসূচীকে সফলের আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
এদিকে মঙ্গলবারের বিক্ষোভ মিছিলকে সফলের লক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে পৃথক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভা রোববার পৃথক সময়ে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলীর পরিচালনায় মহানগর জামায়াতের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ। সভায় মহানগরের শুরা ও কর্মপরিষদ সদস্যের পাশাপাশি থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত জেলা জামায়াতের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ ও সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ। এছাড়া সভায় জেলা জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর জামায়াতের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
পৃথক সভায় বিক্ষোভ মঙ্গলবারের মিছিল কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর ও জেলা জামায়াতের সকল ইউনিটের নেতাকর্মীদের সুষ্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়।
পৃথক সভায় নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পরও পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রহসনের বিচারে সাজানো মামলার ফরমায়েসী রায়ে বর্ষীয়াণ বয়োবৃদ্ধ জামায়াত নেতা এটিএম আজহারের কারাগারে থাকা অত্যন্ত দুঃখজনক। ফ্যাসিস্ট হাসিনা সরকার আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একের পর এক শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীেেদ উপর জুলুম-নিপীড়ন চালিয়েছে। গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় নিয়ে আসবে। দ্রুততম সময়ের মধ্য জননেতা এটিএম আজহারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মজলুম জননেতা এটিএম আজহারের মুক্তির দাবীতে মঙ্গলবারের বিক্ষোভ মিছিল সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সিলেটবাসীর প্রতি আহ্বান তারা।
শেয়ার করুন