বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। অন্তত ৭ শতাংশ মজুরি বৃদ্ধির দাবিতে দেশটিতে চলছে শ্রমিকদের ধর্মঘট। খবর এপির।
শ্রমিকরা মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে শুরু করেছেন জোরালো এ ধর্মঘট।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের চরম জ্বালানি সংকট গোপন করছে সরকার। তাছাড়া মূল্যস্ফীতি ঘটলেও সেই তুলনায় বাড়ছে না বেতনভাতা। এরই প্রতিবাদে তেল শোধনাগারগুলোর কর্মীরা প্রথমে ধর্মঘটের ডাক দেন। তাতে মঙ্গলবার যোগ দিয়েছেন রেল-বাস-ট্রাক চালক ও কর্মীরা। স্কুল শিক্ষক ও সরকারি হাসপাতালগুলোর কর্মীরাও যোগ দেন আন্দোলনে। এর ফলে ব্যাঘাত ঘটে ট্রেন যোগাযোগে। ফ্রান্স ও স্পেনের মধ্যে চলাচলকারী ইউরোস্টার ট্রেনও ছিল বন্ধ।
শেয়ার করুন
এছাড়া, দেশটিতে ৩০ শতাংশ পর্যন্ত দেখা দেয় জ্বালানি সরবরাহ সংকট। রাজধানী প্যারিস ছাড়াও আন্দোলন চলছে ফ্রান্সের উত্তরাঞ্চলে।