মডেল কুলাউড়া বিনির্মাণে কাজ করছেন আবু জাফর রাজু

মৌলভীবাজার

তৃণমূল থেকে শুরু করে সকলের কাছে পরিচিত তরুণ প্রজন্মের প্রিয় নেতা, ডিজিটাল মডেল কুলাউড়া বিনির্মাণে কাজ করছেন মোহাম্মদ আবু জাফর রাজু। যার পরিবারে রয়েছে রাজনৈতিক বর্ণাঢ্য ইতিহাস।

হাজার বছরের বীরপুরুষ,শোষিত বাঙালীর মুক্তির পথপ্রদর্শক বঙ্গপিতা, স্বাধীন বাংলার রূপকার, বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অন্যতম সৈনিক, তৃণমূল আওয়ামী লীগের সফল সংগঠক, মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ২০২০ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত, কুলাউড়ার মাটি ও গণমানুষের প্রাণপ্রিয় নেতা মরহুম আব্দুল জব্বারের প্রয়াণের পর কুলাউড়ার রাজনীতি যেখানে স্থবির হয়ে পড়েছিল সেখানে হাল ধরেছেন এই দুই মহান নেতার অনুসারীরা। তারপরও সৎ, নির্ভীক নেতা মরহুম আব্দুল জব্বারের শূন্যতা পূর্ণতা পায়নি। রাজনৈতিক নানান ঘাত প্রতিঘাতের উত্থান পতনের মধ্য দিয়ে চলা কুলাউড়ার রাজনীতি আজও স্থায়ীভাবে জাতীয় রাজনীতিতে ভাগ বসাতে পারেনি। পারেনি মরহুম আব্দুল জব্বারের স্বপ্নের, উন্নয়নের কুলাউড়ার ভিত্তি স্থাপন করতে৷

এসব দেখেই সেই ছোট্টবেলা থেকেই বড় হওয়া মরহুম অাব্দুল জব্বার এর রেখে যাওয়া উত্তরাধিকারী পুত্রগণ পিতার অপূর্ণতা পূরণ করার লক্ষ্যে সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে শুরু করে সমাজের আর্ত-মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত করেন৷ তন্মধ্যে মরহুম আব্দুল জব্বারের ২য় পুত্র মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু।

নানা সীমাবদ্ধতার পরেও তাঁর প্রচেষ্টায় অল্প কিছুদিনে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার অর্ধকোটি টাকা পেয়েছে কুলাউড়াবাসী। ঢাকা থেকে কুলাউড়া সাত- আট ঘণ্টার রাস্তা। যাতায়াত করেন পাব্লিক রোডে, জীবনের ঝুঁকি নিয়ে। যখনই সময় পাচ্ছেন ছুটে আসছেন পিছিয়ে পড়া মৌলভীবাজার দুই আসন’কে (কুলাউড়া উপজেলা ) এগিয়ে নিতে তৃণমূল মানুষের নানা সমস্যা শুনতে।

যেখানে সময় পেলে রিসোর্ট কিংবা বিদেশে ঘুরাঘুরি করার সুবর্ণ সুযোগ ছিলো, ঠিক এই সময় তিনি বেঁচে নিয়েছেন নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা।

আপনি কুলাউড়া আসছেন এই বার্তাটুকু মানুষের কাছে এখন সস্থির। যেখানে আমাদের নিজ আসনের এমপি এলাকা বিচ্ছিন্ন প্রায় দুই বছর। জনপ্রতিনিধি শূন্য মৌলভীবাজার দুই আসনে আপনি এখন এলাকা বাসীর আস্থা।

কুলাউড়ার মানুষের প্রতি ভালোবাসার জায়গা থেকে ছুটে চলেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। গ্রামীন জনপদের মানুষ গুলোর সুখ-দুঃখের কথা শুনেন। নিজের সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন। করোনার মত প্রাকৃতিক দূর্যোগ মূহূর্ত, কোন কিছুই আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে নি। আপনার হাত ধরেই অবহেলিত, উন্নয়ন বঞ্চিত কুলাউড়াবাসি তাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্নের জাল বুনে।

এই জনপদের লাখো মানুষের আবেগ জড়িয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য মরহুম আব্দুল জব্বার চাচার প্রতি।

আগামী সাংসদ নির্বাচনে মরহুম আব্দুল জব্বার চাচার সুযোগ্য পুত্র, মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার “বিশ্বস্ত রক্তের যোগ্য উত্তরাধিকার, বঙ্গবন্ধুকন্যার শ্রেষ্ঠ আবিষ্কার মোহাম্মদ আবু জাফর রাজু ভাই মৌলভীবাজার-২ আসনে নৌকার মনোনয়ন পাবেন, ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *