মণিপুরে বাড়ছে উত্তেজনা, ফের সহিংসতায় ৩ জনের মৃত্যু

জাতীয়

উত্তেজনা যেন থামছেই না ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে। রাজ্যটিতে নতুন করে সহিংসতায় আরও তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভির শনিবারের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের বিষ্ণুপুর জেলায় শনিবার ভোরে নতুন করে সহিংসতায় বাবা-ছেলেসহ তিন নিরস্ত্র গ্রামবাসী নিহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন জঙ্গিরা শুক্রবার রাত দুইটার দিকে বিষ্ণুপুরের কোয়াকতার কাছে উখা তামপাক গ্রামে আক্রমণ করে ও এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

এ ঘটনায় পুলিশ উদ্বেগ প্রকাশ করছে। কারণ হামলাকারীরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রিত পাহাড় ও উপত্যকার মধ্যবর্তী ‘বাফার জোন’ লঙ্ঘন করে এ হামলা চালিয়েছে।

চলতি বছরের এপ্রিল থেকে মণিপুরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজ্যটিতে তফসিলি সম্প্রদায় হিসেবে অন্তর্ভুক্ত হতে মৈতেয়রা দাবি জানায়। এর মধ্য দিয়ে তারা কোটাসহ বনের জমিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে চেয়েছে। কুকি সম্প্রদায়ের লোকজন এর প্রতিবাদ করলে সহিংসতা শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *