নতুন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী। তিনি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
আলহাজ শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান। এজন্য তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রবীণ রাজনীতিবিদ শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। এ নিয়ে নতুন মন্ত্রীসভায় সিলেট বিভাগের মাত্র দু’জন জায়গা পেলেন।
শেয়ার করুন