মন্দিরে ভাঙচুরের ঘটনায় বামজোট নেতৃবৃন্দের নিন্দা

সিলেট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতৃবৃন্দ এই ঘটনায় দায়ীদের গ্রেফতার, বিচার ও শাস্তি দাবি করেছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা পরিচালনা পরিষদের সভা থেকে এই দাবি জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নতুন সমন্বয়ক হলেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যায় নগরীর জিন্দাবাজরস্থ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়। সভায় বক্তব্য রাখেন
বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, বিপ্লবী কমিউনিষ্ট লীগ জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,  বিপ্লবী কমিউনিষ্ট লীগ জেলা সদস্য ডা: হরিধন দাশ, রহমত আলী প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন ,নির্বাচন আর পুজা এলেই কিছু এলাকায় এধরনের ঘৃণ্য আক্রমণের ঘটনা ঘটে। শাস্তি না হওয়ায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অবিলম্বে দায়ীদের সনাক্ত, গ্রেফতার, বিচার ও শাস্তি দাবি জানানো হয় সভা থেকে। তিনি একই সাথে এলাকার শুভবুদ্ধিসম্পন্ন জনগণকে এই ধরনের ঘৃণ্য তৎপরতা রুখে দাঁড়ানোর আহবান জানান।

সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে এতে সাধারণ মানুষ জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে। যা মানুষের জীবন যাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে।

সভায় আগামী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক হিসেবে বাংলাদেশের বিপ্লবী কমিউনিষ্ট লীগ সিলেট জেলা সভাপতি সিরাজ আহমদ কে মনোনীত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *