মানব সেবার মাধ্যমে
আনন্দ ও শান্তি পাওয়া যায়
——-ডা. আরমান আহমদ শিপলু
সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, মানুষের জন্য কাজ করতে পারা আনন্দ ও সৌভাগ্যের। জনহিতকর কাজ করার মধ্য দিয়ে শান্তি পাওয়া যায়। প্রতিটি ধর্ম জনসেবা করাকে উৎসাহিত করেছে। তাই আমাদের নিজস্ব অবস্থান থেকে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত। মরহুম সমছুল হক চৌধুরী একজন দানশীল সাদা মনের মানুষ ছিলেন। তার স্মৃতি ও পরকালীন চির শান্তির উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে সমাজ ও মানুষের জন্য কাজ করার আগ্রহ নিঃসন্দেহে প্রশংসনীয়। মানব সেবার মাধ্যমে আনন্দ ও শান্তি পাওয়া যায়।
তিনি আরো বলেন, প্রবাসী বাংদেশীরা দেশের গরীব দুঃখীদের স্বচ্ছল করতে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। যেকোন দূর্যোগ মোকাবেলায় তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং রেমিটেন্স পাঠিয়ে সরকারের উন্নয়ন ব্যাপক ভূমিকা পালন করছেন।
তিনি বৃহস্পতিবার (২রা মে) দুপুরে নগরীর উপশহরে মরহুম সমছুল হক চৌধুরী ট্রাস্ট এর উদ্যোগে ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী কামাল আহমেদ, ট্রাস্টের সাধারণ সম্পাদক ও মিডল্যান্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইউকের সভাপতি লোকমান আহমেদ চৌধুরীর অর্থায়নে মানবিক সহায়তা বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে একজন অসহায় চালকের হাতে লেগুনা গাড়ির চাবি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্ষিরোদ চন্দ্র চন্দ, মরহুম শামসুল হক চৌধুরীর ট্রাস্টের সদস্য মনসুর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
শেয়ার করুন