রাজধানীর নীলক্ষেতের বাবুপুরা এলাকার জিলানী সুপার মার্কেটের মসজিদে তাবলিগ জামাতের দুপক্ষের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই) আসর নামাজের পর মসজিদে এই মারামারি হয়।
নিহতের নাম মো. সামছুল হক। তিনি ওই মার্কেটের পাইকারি ব্যবসায়ী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের সহকর্মী মো. ইসমাইল হোসেনের দাবি, সামছুল হক তাবলিগ জামাতের সাদপন্থি। জোবায়েরপন্থি আনোয়ারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে কিল-ঘুসি দেওয়া হলে সামছুল অচেতন হয়ে পড়েন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মৃত ব্যবসায়ীর বাসা হাজারীবাগের এক নম্বর ফুলার মোহন লেন এলাকায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল গণি সাবু জানান, এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। একজন মারা গেছেন সে খবর পেয়েছি। বিস্তারিত জানার পর কিছু বলতে পারব।
শেয়ার করুন